
সিলেট: ভিসির পদত্যাগের দাবিতে প্রশাসনিক পদ ছেড়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৫ শিক্ষক। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পদত্যাগ করেছেন তারা। বেলা পৌনে ১১টায় শাবিপ্রবি’র ৩৭ পদে নিয়োজিত ৩৫ শিক্ষক দায়িত্ব থেকে অব্যহতি চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেনের কাছে পদত্যাগপত্র জমা দেন। ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের’ আহ্বায়ক প্রফেসর ড. সৈয়দ সামসুল আলম ও যুগ্ম আহ্বায়ক প্রফেসর ড. মুস্তাকুর রহমান পদত্যাগপত্র জমা দেয়ার পর বলেন, আমরা পদত্যাগপত্র জমা দিয়েছি। এ নিয়ে পরবর্তী করণীয় ঠিক করা হবে। এসময় উপস্থিত সাংবাদিকদের অধ্যাপক জাফর ইকবাল বলেন, ভিসির ব্যবহারে শিক্ষকরা কষ্ট পেয়েছেন। একইভাবে আমিও কষ্ট পেয়েছি। তাই পদত্যাগের সিদ্ধান্ত। গত বুধবার রাতে সরকার সমর্থিত শিক্ষক পরিষদের সভা থেকে রোববারের মধ্যে ভিসির অপসারণসহ চারদফা দাবি জানানো হয়।