Home আইন প্রশাসন চায়নি বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক: প্রধান বিচারপতি

প্রশাসন চায়নি বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক: প্রধান বিচারপতি

410
0

হবিগঞ্জ: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা বলেছেন, বিচার বিভাগের প্রতি বিমাতাসুলভ আচরণ করেছে প্রতিটি সরকার। প্রশাসন কখনোই চায়নি যে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক। মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এই মন্তব্য করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মোছাব্বির। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য (এমপি) চৌধুরী আবদুল হাই, সৈয়দ আফরোজ বখত প্রমুখ।

অনুষ্ঠানে এস কে সিনহা বলেন, বিচার বিভাগের প্রতি সব সময় একটা বিমাতাসুলভ আচরণ চলে আসছে। এটা আজকে না, এই সরকার না, এটা প্রতিটি সরকারই। প্রশাসন কোনো দিনই চায়নি বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক। এটা কিন্তু প্রশাসনের যারা উঁচু পর্যায়ে আছেন, তাঁদেরকে কিন্তু এই জিনিসগুলা যে কোনোটা, ওনারা তো খুব রেস্ট্রিকটেড লাইফ (নিয়ন্ত্রিত জীবন) লিড করে। তাদেরকে পরিচালনা করে চারদিকে কিছু আমলা। আরো কিছু লোক পরামর্শ দেয়।

Previous articleএসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ৪ মে
Next articleতথ্যপ্রযুক্তিতে নবীন উদ্যোগকে সম্মাননা দিবে সরকার: আইসিটি প্রতিমন্ত্রী