Home শিক্ষা প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে খুলনায় মানববন্ধন

প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে খুলনায় মানববন্ধন

488
0

khulna_kuet
খুলনা: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে খুলনায় মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে যশোর-খুলনা মহাসড়কের ফুলবাড়ী ফটক বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাধারণ শিক্ষার্থীরা।
কুয়েটের শিক্ষার্থী মাহিরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কুয়েট স্কুলের প্রাথমিক শাখার প্রধান শিক্ষক বদিয়ার রহমান।
এসময় কুয়েট শিক্ষার্থীদের মধ্যে আশিক ইকবাল, শামিম, সাদমান সৌফিক, মুশফিক আহম্মেদ, সৌরফ বদ্র ও মামুন এবং অভিভাবকদের মধ্যে হাফিজুর রহমান, মহিউদ্দিন, নুরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে সরকারের হস্থক্ষেপ কামনা করেন। শিক্ষার্থীরা ‘প্রশ্ন ফাঁসের শেষ কোথায়, শিক্ষা মন্ত্রণালয়ের বিশুদ্ধতা চাই, প্রশ্ন ফাঁসরোধে এগিয়ে আসুন, আপনিও কি আপনার সন্তানের মেধার বিনিময়ে প্রশ্নপত্র কিনছেন?’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেন।

Previous articleভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে ৩ ছাত্রলীগ নেতা বহিষ্কার
Next articleযুদ্ধাপরাধের দায়ে এবার শামসুদ্দিন গ্রেপ্তার