
ঢাকা: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান বলেছেন, রাষ্ট্রপতি প্রাণভিক্ষা দেওয়ার কে? তার কাছে প্রাণভিক্ষা চাইব না। প্রাণভিক্ষা দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর কাছেই প্রাণভিক্ষা চাইব। শনিবার বিকেলে তার পরিবারের সদস্যরা সাক্ষাত করতে গেলে তিনি তাদের কাছে এসব কথা বলেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন কামারুজ্জামানের বড় ছেলে হাসান ইকবাল ওয়ামী।
তিনি আরো বলেন তার পিতা সুস্থ্য আছেন এবং মানসিকভাবে দৃঢ় আছেন। শেষ ইচ্ছা হিসেবে বাংলাদেশের মাটিতে জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবির ইসলাম কায়েম করবে এমনটাই আশা করেন তিনি। যে আদর্শ তিনি ধারণ করেন তরুণ প্রজন্ম সেই আদর্শ বাস্তবায়ন করবে।