Home বিনোদন প্রিয়াংকা চোপড়ার বাড়িতে অবৈধ দেহব্যবসা!

প্রিয়াংকা চোপড়ার বাড়িতে অবৈধ দেহব্যবসা!

520
0

Priyanka 01
বিনোদন ডেস্ক: ম্যারিকম খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার একটি বাড়িতে দেহ ব্যবসার অভিযোগ উঠেছে! সেই বাড়িটির মালিক প্রিয়াঙ্কা চোপড়া এবং তার কাছ থেকেই বাড়িটি ভাড়া নেয়া হয়েছিল। শুধু তাই নয়, সেখানে বেশ কয়েকবার তিনি গিয়েছেন বলেও জানা গেছে। তবে বলাই বাহুল্য যে এই অবৈধ ব্যবসার কিছুই জানতেন না প্রিয়াঙ্কা।
চলতি মাসের প্রথম সপ্তাহে মুম্বাইয়ের আন্ধেরি বিল্ডিংয়ের ওই বাড়িতে অভিযান চালিয়ে ৩ নারীকে আটক করেছে পুলিশ। মুম্বাই মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, মানিক সোনি নামে এক ব্যক্তি স্পা সেন্টার খুলেছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার ওই বাড়িতে। খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। পরে স্পার নামে দেহ ব্যবসার প্রমাণ পাওয়া যায়।
ওই ভবনেই প্রিয়াঙ্কার মায়ের একটি ক্লিনিক আছে। ভবনটির একটি তলার ৩ হাজার বর্গফুটের মালিক প্রিয়াঙ্কা। ওই স্পা সেন্টারটি উদ্বোধনের দিন প্রিয়াঙ্কার মা এবং ভাই সিদ্ধার্থ উপস্থিত ছিলেন। জনপ্রিয় এই নায়িকা বিশেষ উপলক্ষে বেশ কয়েকবার ওই স্পা সেন্টারেও গিয়েছেন। বোঝাই যাচ্ছে যে প্রিয়াঙ্কা মানুষ চিনতে ভুল করেছেন। তবে এ বিষয়ে প্রিয়াঙ্কা চোপড়ার কোন প্রতিক্রিয়া জানা যায়নি।

Previous articleনতুন স্বপ্ন, নতুন বিশ্ব গড়ে দেবে সামাজিক ব্যবসা: ড. ইউনূস
Next articleদাগনভূঞায় ছাত্রলীগের গোলাগুলিতে আহত ৩