Home বিনোদন প্রয়োজনে বিকিনি পড়ে অর্ধনগ্ন হতেও রাজি আছি

প্রয়োজনে বিকিনি পড়ে অর্ধনগ্ন হতেও রাজি আছি

779
0

DJ Sonica
বিনোদন ডেস্ক: অভিনেত্রী হিসেবে পরিচিত হয়ে উঠতে চাইছেন ডিস্ক জকি মারজিয়া কবীর সনিকা। ছোট পর্দায় ধীরে ধীরে নিয়মিত হয়ে ওঠা সনিকা বলছেন, ডাক এসেছে চলচ্চিত্র থেকেও। ঢাকাই সিনেমার পাশাপাশি টালিগঞ্জের সিনেমায়ও অভিনয়ের প্রস্তাব পেয়েছেন।
তবে চলচ্চিত্র নিয়ে মোটেই তাড়াহুড়ো করতে চান না সনিকা। টিভি নাটকে নিজের অবস্থান আরও পোক্ত করে তবেই চলচ্চিত্রে অভিনয় করবেন।
সনিকা জানান, ‘প্রথমেই আমার সিনেমার গল্প ও চরিত্র পছন্দ হতে হবে। সিনেমাতে আমার অভিনয়ের যথার্থ সুযোগ থাকলে তাতে অভিনয় করতে আমার কোনো আপত্তি নেই। সে সিনেমা অফট্র্যাক হোক কিংবা মূলধারার।’
সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে সনিকার ‘ভালো লাগে’ গানটি। নিজের লেখা ও সুর করা গানটি মিউজিক ভিডিওতে কোরিওগ্রাফিও তার নিজের।
গানটি নিয়ে সনিকা বলেন, ‘আন্তর্জাতিক পরিসরে আমি ডিজে হিসেবে কাজ করছি। আমি সবসময় প্রচলিত ধারার বাইরে ভিন্নধারার একটি মিউজিক ভিডিও নির্মাণের পরিকল্পনা করছিলাম, যা সত্যি আন্তর্জাতিক মানের। এই মিউজিক ভিডিও নির্মাণ করতে গিয়ে আমি বিশ্বজুড়ে বাঙ্গালি এনআরবি ফ্যানদের কথাও ভেবেছি।’
গানটি নিয়ে সনিকা বলেন, ‘আন্তর্জাতিক পরিসরে আমি ডিজে হিসেবে কাজ করছি। আমি সবসময় প্রচলিত ধারার বাইরে ভিন্নধারার একটি মিউজিক ভিডিও নির্মাণের পরিকল্পনা করছিলাম, যা সত্যি আন্তর্জাতিক মানের। এই মিউজিক ভিডিও নির্মাণ করতে গিয়ে আমি বিশ্বজুড়ে বাঙ্গালি এনআরবি ফ্যানদের কথাও ভেবেছি।’
মিউজিক ভিডিওতে খোলামেলা উপস্থিতির কারণে বিভিন্ন মহলে সমালোচিত হলেও তার ‘পরোয়া’ করেন না তিনি।
সনিকা আরও বললেন, ‘আগামীতে মিউজিক ভিডিওতে প্রয়োজনে খোলামেলা পোশাক অথবা বিকিনিও পড়তে পারি। তবে এটা নির্ভর করছে আমার মুড ও ফ্যাশনের উপর।’
সনিকা জানালেন, এ বছরে তার নতুন অ্যালবাম বাজারে আসছে। অ্যালবামে থাকছে ছয়টি গান। অ্যালবাম প্রকাশের আগে গানগুলোর মিউজিক ভিডিও অনলাইনে প্রকাশ করবেন বলে জানালেন তিনি।

Previous articleসালাহ উদ্দিনকে আটক করা হয়নি: আইজি
Next articleবাকৃবির ডেপুটি রেজিস্ট্রার লাঞ্ছিত, অফিসে ভাঙচুর