Home জাতীয় ফরহাদ মজহার অপহৃত হননি: আইজিপি

ফরহাদ মজহার অপহৃত হননি: আইজিপি

471
0

নিজস্ব প্রতিবেদক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার অপহরণের শিকার হননি। তিনি স্বেচ্ছায় রাজধানীর শ্যামলীর বাসা থেকে বেরিয়ে গিয়েছিলেন। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদর দপ্তরে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন আইজিপি।

শহীদুল হক বলেন, ফরহাদ মজহারকে অপহরণের বিষয়ে সরকারকে জড়িয়ে একটি মহলের বক্তব্যের কোনো ভিত্তি নেই। গত ৩ জুলাই সোমবার ভোরে ফরহাদ মজহার অপহৃত হয়েছিলেন বলে তাঁর পরিবার থেকে অভিযোগ করা হয়েছিল। সেদিনই রাতে তাঁকে যশোরের নওয়াপাড়ায় হানিফ পরিবহনের একটি বাস থেকে উদ্ধার করা হয়। পরের দিন তাঁকে ঢাকায় এনে আদালতে হাজির করা হয়। আদালতে তিনি ঘটনার বর্ণনা দিয়ে জবানবন্দি দেন। ওই দিনই শারীরিক অসুস্থতার কারণে ফরহাদ মজহারকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে গতকাল বুধবার ছাড়া পান তিনি।

Previous articleসংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে অনেকে ভুল ব্যাখ্যা করেন: প্রধানমন্ত্রী
Next articleআনোয়ার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরন