নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গভীর রাতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ২৫ জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন ১৮ জন। গত রাত সোয়া ১টার দিকে উপজেলার কইডুবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে প্রাথমিকভাবে তিনজনের পরিচয় মিলেছে। তারা হলেনÑ গোপালগঞ্জের শফিকুল ভূঁইয়া (২২), পটুয়াখালীর শাহীন সিকদার (২০) ও আসমা বেগম (২৭)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে ‘সোনারতরী’ পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। দ্রুত গতিতে থাকা বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। পরে আরও কয়েকটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে কাত হয়ে পড়ে যায় বাসটি। এতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই ২২ যাত্রীর মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেয়ার পর ৩ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে ২০ জন পুরুষ ও পাঁচ জন নারী। দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা ও ফরিদপুর ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ উদ্ধার তৎপরতা চালায়। তাৎক্ষণিকভাবে নিহতের প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এছাড়া এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।