Home শিক্ষা ফাতেমা আহমেদ লিজার জেএসসি পরীক্ষায় বৃত্তি লাভ

ফাতেমা আহমেদ লিজার জেএসসি পরীক্ষায় বৃত্তি লাভ

463
0
ফাতেমা আহমেদ লিজা বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চায়।সে এ বছর জোবেদ আলী মাধ্যমিক উচ্চ বিদ্যালয় থেকে জে.এস.সি পরিক্ষায় অংশগ্রহন করে সাধারন কোটায় বৃত্তি লাভ করেছে।তার পিতার নাম আলী আহমদ তিনি পেশায় একজন হেল্থ ইনিসপেক্টর এবং মাতা হালিমা বেগম তিনি পেশায় একজন স্কুল শিক্ষক।লিজার বাড়ি জকিগঞ্জ থানার ঘেচুয়া গ্রামে।সে বর্তমানে জালালাবাদ কেন্টনমেন্ট বোর্ড স্কুলে নবম শ্রেনীতে অধ্যয়নরত আছে।
Previous articleচাইলেই ব্যবস্থা নেওয়া যায় না: সেতুমন্ত্রী
Next articleরাডার দুর্নীতি মামলায় খালাস এরশাদ