ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৬ আসনের এমপি কাজী ফিরোজ রশীদের বিরুদ্ধে অন্যের পৈত্রিক সম্পত্তি আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সোমবার কমিশন এ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে অভিযোগ অনুসন্ধানে কর্মকর্তাও নিয়োগ দেওয়া হয়েছে। দুদক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
দুদক সূত্র জানায়, রাজধানীর সিটি কলেজের পেছনে ধানমন্ডি জিগাতলায় অবস্থিত অন্যের পৈত্রিক সম্পত্তি জাল কাগজপত্র তৈরি করে সেখানে তিনি সাইনবোর্ড টাঙ্গিয়ে তা দখল করেছেন বলে অভিযোগ রয়েছে। সুনিদিষ্ট এ অভিযোগ কমিশনের প্রাথমিক সোর্সে যাচাই করে কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।
শিগগিরই এ সংক্রান্ত নথিপত্র তলব করা হবে। পরবর্তী সময়ে অভিযুক্ত কাজী ফিরোজ রশীদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে।
অভিযোগ অনুসন্ধানে দুদকের উপ-পরিচালক মো. জুলফিকার আলীকে অনুসন্ধানকারী ও পরিচালক নূর আহাম্মদকে তদারককারী কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে।