Home আন্তর্জাতিক ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে সমর্থন পুতিনের

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে সমর্থন পুতিনের

418
0

Putin
নিউজ ডেস্ক: ফিলিস্তিনি জনগণের অধিকার ও একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে রাশিয়া অব্যাহত সমর্থন দিয়ে যাবে বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফিলিস্তিনের জাতীয় ঐক্য সরকারের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে লেখা এক চিঠিতে পুতিন বলেছেন, একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার এবং সে অধিকার বাস্তবায়নের পক্ষে রাশিয়া সবসময় সমর্থন দিয়ে আসছে।
ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে পুতিন এসব কথা বলেন। তিনি বলেন, আমরা বিশ্বাস করি অভিন্ন আন্তর্জাতিক বৈধ ভিত্তিই হবে ফিলিস্তিনি জনগণের জাতীয় সার্বভৌমত্ব অর্জনের পথে সবচেয়ে বড় উপাদান, যার কারণে মধ্যপ্রাচ্য সমস্যারও ন্যায্য সমাধান হবে।
ফিলিস্তিনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার রুদাকভ প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সেক্রেটারি আত-তায়্যেব আব্দুর রহিমের কাছে চিঠিটি হস্তান্তর করেন। ১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনির জনগণ ২৯ নভেম্বরকে আন্তর্জাতিক সংহতি দিবস হিসেবে পালন করে আসছে।

Previous articleসংসদে রাষ্ট্রপতির ভাষণের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
Next articleগণঅভ্যুর্থান আসন্ন: মির্জা ফখরুল