Home আন্তর্জাতিক ফ্রান্সে ট্রাক হামলায় নিহত ৮০

ফ্রান্সে ট্রাক হামলায় নিহত ৮০

913
0

ফ্রান্সে ট্রাক হামলায় নিহত ৮০

অনলাইন ডেস্ক:

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরে বাস্তিল দিবসের আতশবাজির উৎসবে জড়ো হওয়া জনতার ওপর ট্রাক তুলে দেওয়ার ঘটনায় অন্তত ৮০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। গতকাল বৃহস্পতিবার রাতের এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলছে দেশটির কর্তৃপক্ষ। আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

আতশবাজির প্রদর্শনী উপভোগ করতে শহরের বিখ্যাত প্রমনেদ দেস অঁলেতে বহু লোক জড়ো হয়েছিলেন। এ সময় এক চালক একটি ভারী ট্রাক দ্রুত গতিতে জনতার ওপর তুলে দেন। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

ট্রাকচালককে গুলি করে হত্যা করা হয়েছে। ট্রাকের ভেতরে আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড পাওয়া গেছে।

Previous articleজগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে উল্টো রথযাত্রা পালিত
Next articleজগন্নাথপুরে ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪