Home বিভাগীয় সংবাদ বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

505
0

map bogura 01
বগুড়ার শেরপুর উপজেলায় ছোনকা নামকস্থানে বাসের চাপায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। নিহতরা হলেন শেরপুর উপজেলার চোমর পাথালীয়া এলাকার মৃত আইনাল হকের স্ত্রী নিহারুন বেওয়া (৭০), আজগর আলীর স্ত্রী সফুরা (৫০) ও একই উপজেলার সুঘাট এলাকার আজিজুল হকের পুত্র জেল হোসেন (৪০)। বৃহস্পতিবার বিকাল ৩টায় এ ঘটনা ঘটে।
বগুড়ার শেরপুর থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ হাশমী জানান, ছোনকা এলাকা থেকে ব্যাটারী চালিত ইজিবাইকে করে ৫ জন যাত্রী শেরপুর উপজেলায় আসছিল। ইজিবাইকটি ফিডার থেকে মহাসড়কে উঠার সময় বগুড়া থেকে ঢাকাগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে নিহারুন বেওয়া মারা যায়। আহত ৪জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাপাতালে নেয়া হলে সেখানে জেল হোসেন ও সফুরা মারা যায়। আহত দুইজন চিকিৎসাধীন রয়েছে।

Previous articleঅবিলম্বে সালাহউদ্দিন আহমদ-এর সন্ধান ও নিঃশর্ত মুক্তি দিতে হবে: সিলেট জেলা বিএনপি
Next articleআজ রাত থেকে দূরপাল্লার বাস চলবে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী