বঙ্গবন্ধুকে ‘পাকবন্ধু’ বলায় তারেকের বিরুদ্ধে সমন জারি

0
556

Tarek Rahman 03ঢাকা: বঙ্গবন্ধুকে ‘পাকবন্ধ’ বলায়, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে একটি মানহানির মামলা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মো. মনির খান সোমবার ঢাকা সিএমএম আদালতে মানহানির মামলাটি দায়ের করেন। ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট রেজাউল করিম শুনানি শেষে তারেক রহমানকে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে আদালতে হাজির হতে সমন জারি করেন।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর যুক্তরাজ্যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তারেক রহমান বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু পাকিস্তানী পাসর্পোট নিয়ে বাংলাদেশে এসেছিলেন। তিনি ছিলেন পাকবন্ধু।