Home জাতীয় বঙ্গবন্ধুর জন্মদিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর জন্মদিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

470
0

Hasina Srodda
ঢাকা: বঙ্গবন্ধুর ৯৫ তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল ৭ টার কিছু আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডিস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় প্রধানমন্ত্রী কিছু সময় নীরবে দাঁড়িয়ে ছিলেন।
পরে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের মন্ত্রীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় আওয়ামী লীগের জ্যেষ্ঠনেতারা শেখ হাসিনার সঙ্গে ছিলেন।
প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর একে একে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, মহিলা লীগ, ঢাকা মহানগর আওয়ামী লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠন।
প্রধানমন্ত্রীর সঙ্গে জ্যেষ্ঠ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা.দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।

Previous articleনীলক্ষেত পুলিশ ফাঁড়ির সামনে হাতবোমা বিস্ফোরণ
Next article১৯ মার্চ সিলেট ৩দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হচ্ছে