Home আঞ্চলিক বরিশালে করোনাভাইরাস ইউনিটে এক ব্যক্তির মৃত্যু

বরিশালে করোনাভাইরাস ইউনিটে এক ব্যক্তির মৃত্যু

464
0

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি মারা গেছেন।

৪০ বছর বয়সী এই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বলে চিকিৎসকের ধারণা। পটুয়াখালী সদর উপজেলার বহালগাঠিয়া গ্রামের বাসিন্দা তিনি।

মেডিকেলের পরিচালক বাকির হোসেন বলেন, শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ওই ব্যক্তিকে করোনা ইউনিটে ভর্তি করা হয়। তিনি জ্বর, সর্দি-কাশি ও বুকেব্যথায় ভুগছিলেন। রোববার সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

“এই রোগীর অসুস্থতার ধরন দেখে মনে হয়েছে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।”

লাশের দাফন ও পরীক্ষার বিষয়ে আইইডিসিআর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সেখান থেকে যে নির্দেশনা আসবে সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Previous articleস্পেনে ২৪ ঘণ্টায় করোনায় ৮৩২ জনের মৃত্যু
Next articleকারখানা বন্ধ ও বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ