স্টাফ রিপোর্টার: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বর্তমান অবস্থা ছাত্র-ছাত্রীদের সর্বনাশ ডেকে আনবে। আমি বিরোধী দলকে আহবান করছি আপনারা পেট্রোল বোমা মারা বন্ধ করুন। এটা কোন সুস্থ্য রাজনীতি হতে পারেনা। বোমা মেরে মানুষের জীবন বিপন্ন করবেন না।
রোববার সিলেট নগরীর মেন্দীবাগস্থ গার্ডেন ইন এ ‘কারিগরি শিক্ষার উন্নয়ন শিল্পকারখানার ভূমিকা’ সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় কমিশনার সাজ্জাদুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য আমিনুল ইসলাম ভূইয়া।