Home জাতীয় বাংলাদেশকে ভবিষ্যৎ বিপদমুখীতা থেকে রক্ষার আহ্বান ইইউ’র

বাংলাদেশকে ভবিষ্যৎ বিপদমুখীতা থেকে রক্ষার আহ্বান ইইউ’র

442
0

Logo EU
ব্রাসেলস: বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নকে ভবিষ্যৎ বিপদমুখীতা থেকে রক্ষার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের দক্ষিণ এশীয় বিষয়ক কমিটি।

বুধবার ব্রাসেলস থেকে পাঠানো এক বার্তায় কমিটি প্রধান জি ল্যাম্বার্ট বলেন, সরকার এবং বিরোধী পক্ষকে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে দ্রুত কার্যকর সংলাপ প্রয়োজন।

বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়ে জি ল্যাম্বার্ট বলেন, মানুষের মৌলিক মানবিক অধিকার, সমাবেশ, ব্যক্তি, বাক এবং চলাচলের স্বাধীনতাকে সকল পক্ষকে নিশ্চিত করা উচিত।

Previous articleবোমাবাজদের দেখামাত্রই গুলি করা হোক: হাছান মাহমুদ
Next articleজেলা যুবলীগের আহবায়ক ইমনের উপর মুখোশধারী দূর্বৃত্তদের হামলা