Home জাতীয় বাংলাদেশর সাম্প্রতিক ঘটনায় উদ্বিগ্ন জাতিসংঘ

বাংলাদেশর সাম্প্রতিক ঘটনায় উদ্বিগ্ন জাতিসংঘ

425
0

UN
ঢাকা: বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সাংবাদিক ও বুদ্ধিজীবীদের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক বলেন, ‘এটা খুবই উদ্বেগের ব্যাপার যে, ইতিমধ্যে বাংলাদেশে বিভিন্ন সাংবাদিক ও অন্যান্য বুদ্ধিজীবিদের হামলার শিকার হতে হয়েছে।’
জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্কে গতকাল সোমবার একটি নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ফারাহ হক এসব কথা বলেন।
জাতিসংঘের বরাত দিয়ে তিনি বাংলাদেশে মানুষের মত প্রকাশের স্বাধীনতার মতো বিভিন্ন মৌলিক অধিকারের প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন।এই মুহুর্তে আলোচনার জন্য তিনি বাংলাদেশ সফরে যাচ্ছেন কিনা এমন পওশ্নের জবাবে তিনি বলেন, এই মুহুর্তে বাংলাদেশ উচ্চ পর্যায়ের সফরের ঘোষণা দিতে চাই না। কিন্তু বাংলাদেশের ব্যাপারে আমরা সচেতন। ব্লগার ওয়াশিকুর রহমান বাবুর হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান তিনি।
উল্লেখ্য, গতকাল সোমবার সকালে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় ব্লগ লেখক ওয়াশিকুর রহমান বাবুকে কুপিয়ে হত্যা করা হয়।

Previous articleডা: সিরাজুল ইসলামের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর জামায়াতের শোক
Next articleকামারুজ্জামানের রিভিউ শুনানি পেছাল