Home অর্থনীতি বাংলাদেশের রাজকোষ চুরিতে ‘রাষ্ট্রীয় মদত’ রয়েছে: এফবিআই কর্মকর্তা

বাংলাদেশের রাজকোষ চুরিতে ‘রাষ্ট্রীয় মদত’ রয়েছে: এফবিআই কর্মকর্তা

444
0

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের রাজকোষ চুরি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তদন্তের সঙ্গে যুক্ত এফবিআইয়ের এক কর্মকর্তা। তিনি বলেছেন, নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ থেকে গত বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের যে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয় তাতে রয়েছে ‘রাষ্ট্রীয় মদত’ (স্টেট স্পন্সরড)। তবে কোন রাষ্ট্রের মদত রয়েছে সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। বুধবার তিনি ফিলিপাইনে এ কথা বললেও বিস্তারিত জানাননি। ম্যানিলা থেকে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, ওই কর্মকর্তার যুক্তরাষ্ট্রের দূতাবাসের লিগ্যাল অ্যাটাচে। তার নাম ল্যামন্ট সিলার। এ বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও দৃঢ় ইঙ্গিত দিয়েছেন যে, বিশ্বের সবচেয়ে বড় সাইবার এই হামলায় জড়িতদের নাম প্রকাশ করার খুব কাছাকাছি পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র। ওদিকে গত সপ্তাহে নাম প্রকাশ না করার শর্তে ওয়াশিংটনে কর্মকর্তারা এই চুরির জন্য দায়ী করেছেন উত্তর কোরিয়াকে। বুধবার সাইবার নিরাপত্তা বিষয়ক এক ফোরামে ল্যামন্ট সিলার বলেছেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির কথা আমরা সবাই জানি। এটা হলো ব্যাংকিং খাতে রাষ্ট্রীয় মদতপুষ্ট সাইবার হামলার মাত্র একটি উদাহরণ।

Previous articleস্বীকৃতি পাচ্ছে কওমি মাদরাসার সনদ
Next articleভোট শেষের আগে কুমিল্লার ‘জঙ্গি আস্তানায়’ অভিযান নয়: সিইসি