ঢাকা: ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেছেন, বিশ্বের একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা বাংলাদেশে গণতন্ত্রের পুনপ্রতিষ্ঠা চাই। আমরা সবাই বাংলাদেশে একটি ভালো নির্বাচনের আশা করি। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দু’দিনব্যাপী আয়োজিত সম্মেলনে যোগ দেন পিনাক চক্রবর্তী। সম্মেলনে চা বিরতির সময় কয়েকজন সাংবাদিক তার কাছে মতামত নিতে গেলে তিনি এ মন্তব্য করেন।
পিনাক চক্রবর্তী বলেন, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশে যে সরকারই এসেছে আমরা তাদের সাথে কাজ করেছি, সম্পর্ক রেখেছি। বর্তমানেও যে সরকার রয়েছে আমরা তাদের সাথেও কাজ করে যাবো। এর আগে সামরিক সরকারের সাথেও আমরা কাজ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এবং ইন্ডিয়া-বাংলাদেশ ফাউন্ডেশন ‘ভারত-বাংলাদেশ হাইকমিশনার সামিটস’ শীর্ষক দু’দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে।