Home ফিচার বাংলাদেশ পুলিশে পরিচ​য় গোপন করে ভাষা শিখিয়ে গণহারে নিয়োগ দেয়া হচ্ছে

বাংলাদেশ পুলিশে পরিচ​য় গোপন করে ভাষা শিখিয়ে গণহারে নিয়োগ দেয়া হচ্ছে

950
0
ফাইল ছবি

নিউজ ডেস্ক: বাংলাদেশের বিভিন্ন জায়গার ভুয়া ঠিকানা ব্যবহার করে পুলিশে নিয়োগ দেয়া হচ্ছে গণহারে। যাদের নিয়োগ দেয়া হচ্ছে তাদের কাউকেই চিনেন না সেই সব এলাকার স্থানীয় লোকজন। চেনেন না, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান, এলাকার বয়স্করা লোকজন।

এমনই একটি অনুসন্ধানী রিপোর্ট করছে যমুনা টিভি।

সেখানে দেখা যাচ্ছে ঢাকার কয়েকটি উপজেলা যেমন দোহার, ধামরাই বেশ কিছু যুবক সম্প্রতি পুলিশে নিয়োগ পেয়েছেন। কিন্তু তারা ঐ এলাকার বাসিন্দা নন। এলাকার কেউই তাদের চিনেনও না। এমনকি তাদের দেয়া সব ঠিকানাই ভুয়া।

টিভির রিপোর্টে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে এদের ভাষাও কেউ বুঝতে পারেননি । একই সময় পুলিশের চাকরীর জন্য লাইনে দাঁড়ানো এক যুবকের ভাষ্য মতে, সেই অপরিচিত ব্যক্তিদের আচরণ রহস্যজনক। এমনকি তারা ভালো ভাবে বাংলাও বলতে পারেন না।

তাহলে স্বাভাবিক প্রশ্ন হচ্ছে, এরা কারা?

পরিচয় গোপন করে এক জেলার লোকজন আরেক জেলার বলে পচিয়ন দিচ্ছে কেন? এভাবে কোন বাংলাদেশীর চাকরী নেয়ার দরকার হয়না। অসাধু পন্থায় নিয়োগ পেতে স্থানীয় ঠিকানাইবা ভুয়া দেখাতে হবে কেন?

Previous articleবাংলাদেশে বৃটেনের বিশেষ বাণিজ্যিক দূত সিলেটের রুশনারা আলী
Next articleচার বছরে এখনো হদিস মিলেনি বিএনপি নেতা ইলিয়াস আলীর