Home জাতীয় বাংলার মাটিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করব: মাহবুবুর রহমান

বাংলার মাটিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করব: মাহবুবুর রহমান

536
0

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, স্বাধনীতার মূল ভিত্তি ছিল গণতন্ত্র, সেই গণতন্ত্র আজ নির্বাসিত— এমন দাবি করে তিনি বলেন, আমরা দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে আবারও সংগ্রাম করব। বাংলার মাটিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। ক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ভাসানী অনুসারি পরিষদ আয়োজিত ‘মাও সেতুংয়ের ৩৯তম মৃত্যু বার্ষিকী’ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ মন্তব্য করেন।

মাহবুব বলেন, দুর্নীতিবাজ সরকারের পতন করতে জনগণকে সঙ্গে নিয়ে সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সরকার দেশে অত্যাচার, দুর্নীতি ও বৈষম্যের পাহাড় সৃষ্টি করেছে।

সেমিনারে আরও বক্তব্য রাখেন বক্তব্য গণস্বাস্থ্যের ডা. জাফরুল্লাহ, জাপার মহাসচিব মোস্তফা জামাল হায়দার, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আব্দুল কাদের ভূইয়া, সংগঠনের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।

Previous articleকোরবানির বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ দূষণমুক্ত রাখতে নাগরিকের দায়িত্ব
Next articleপুলিশ তার ক্ষমতার অপব্যবহার করে গুলি চালিয়েছে: ড. মিজানুর রহমান