Home জাতীয় বাংলার মানুষের জন্য জীবন উৎসর্গ করেছি: প্রধানমন্ত্রী

বাংলার মানুষের জন্য জীবন উৎসর্গ করেছি: প্রধানমন্ত্রী

319
0

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ‘আমার বাবা সারা জীবন বাংলার মানুষকে ভালোবেসেছিলেন। দেশকে উন্নতির শিখরে পৌঁছাতে জনগণের জন্য সবকিছু উৎসর্গ করব। সারা জীবন দেশের মানুষের জন্য কাজ করবই। বাংলার মানুষের জন্য আমার জীবন উৎসর্গ করেছি। সোনার বাংলা আমরা ইনশাআল্লাহ গড়ে তুলব।’ রাজধানীতে এক নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী একথা বলেন।

জাতিসংঘের পরিবেশবিষয়ক সর্বোচ্চ সম্মাননা ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ এবং ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’ পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সোমবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই নাগরিক সংবর্ধনা দেয় ঢাকার দুই সিটি করপোরেশন।  সংবর্ধনায় ওই দুই পুরস্কার তিনি দেশবাসীকে উৎসর্গ করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মেহনতি মানুষ যেন দুমুঠো ভাত পায় সেটাই আমাদের লক্ষ্য।

Previous articleবিদেশীদের ওপর আক্রমণের তথ্য সরকারকে জানানো হয়েছিল: মার্কিন রাষ্ট্রদূত
Next articleতাহিরপুরে উৎকোচ না দেয়ায় মৃত এক মুক্তিযোদ্ধা স্ত্রীর বেতন ভাতা বন্ধ