Home সাহিত্য বাংলা ভাষা রাহাত আহমেদ

বাংলা ভাষা \রাহাত আহমেদ\

816
0

 

ভাইয়ের রক্তে বাংলা ভাষা গড়া
বাংলা ভাষায় খোকন পড়ে ছড়া
বাংলা ভাষায় মনটা খুকুর নাচে
বাংলা ভাষাই শ্রেষ্ঠ আমার কাছে।

বাংলা ভাষা কবিগুরুর ভাষা
বাংলা আমার জীবন শুরুর ভাষা
বাংলা ভাষা আমার মায়ের ভাষা
বাংলা ভাষা আমার প্রাণের ভাষা।

বাংলা ভাষায় আশার কথা বলি
শক্তি সাহস নিয়ে চলি
বাংলা ভাষা বিশ্বজয়ের ভাষা
বাংলা আমার সকল দুঃখনাশা।

বাংলা ভাষায় হীরে মানিক ঠাসা
বাংলা ভাষায় কথা বলেন চাষা
বাংলা ভাষাই মুখে ফোঁটায় হাসি
এই ভাষাকে তাইতো ভালোবাসি।

দি এইডেড হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রাহাত আহমদ

 

 

Previous articleময়মনসিংহে বাসচাপায় নিহত ২
Next article২০১৮ সালেই দেশব্যাপী মোবাইল পেমেন্ট সেবা চালু করবে সরকার