Home আঞ্চলিক বাগেরহাটে বৃদ্ধাকে গলাকেটে হত্যা

বাগেরহাটে বৃদ্ধাকে গলাকেটে হত্যা

572
0

বাগেরহাট : বাগেরহাট শহরে হোসনে আরা বেগম নামে ৬০ বছরের এক বৃদ্ধাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত হোসনে আরা বেগম বাগেরহাট শহরের দক্ষিণ সরুই এলাকার আব্দুর রহিমের স্ত্রী। তার স্বামী গণপূর্ত বিভাগের অবসরপ্রাপ্ত প্রকৌশলী। ওমরা হজ পালন করতে বর্তমানে তিনি সৌদি আরবে রয়েছেন। তার তিন ছেলে রয়েছে। চাকরির সুবাধে তারা কেউ বাড়িতে থাকেন না।

বৃহষ্পতিবার রাতে পৌরসভার দক্ষিণ সরুই এলাকায় এই ঘটনা ঘটে। তবে কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। রাতেই বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় ঘটনাস্থল পরিদর্শন করেন।

Previous articleনারীর ওপর পর্নোগ্রাফির কী ধরনের প্রভাব পড়ে?
Next articleদুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ১০ দফা দাবি টিআইবির