Home রাজনীতি বাজেট পাস হলে বিএনপির সমালোচনা বন্ধ হবে: সেতুমন্ত্রী

বাজেট পাস হলে বিএনপির সমালোচনা বন্ধ হবে: সেতুমন্ত্রী

378
0

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ২৯ জুন জাতীয় সংসদে সংশোধিত বাজেট পাস হলে বিএনপির সমালোচনা বন্ধ হবে এবং জনগণ খুশি হবে।  বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় যানজট পরিস্থিতি পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, বাজেট নিয়ে বিএনপির সমালোচনা শুরু করেছে। আগামী ২৯ জুন জাতীয় সংসদে সংশোধিত বাজেট পাস হলে তাদের সমালোচনা বন্ধ হবে। বাজেট নিয়ে যে বিতর্ক হচ্ছে তা জনগণের জন্য ভাল। বিতর্ক হচ্ছে গণতন্ত্রের ভিউ। গণতন্ত্রে বিতর্কের প্রয়োজন আছে।
তিনি বলেন, ঈদে মানুষের ভোগান্তি সহনীয় পর্যায়ে রাখতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। মহাসড়কগুলো যানজটমুক্ত রাখতে রাজধানীসহ আশপাশের জেলাগুলোতে ৩০০ শতাধিক আনসার সদস্য নিযুক্ত করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের কোনো কমকর্তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ পেলে তাদের ‍বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Previous articleশনিবার বাণিজ্যিক এলাকা, জেলা শহরে ব্যাংক খোলা
Next articleদুনিয়ার কোথাও নির্বাচনকালীন সরকারের বিষয় নেই: নাসিম