Home মিডিয়া বাসসের নতুন চেয়ারম্যান গোলাম রহমান

বাসসের নতুন চেয়ারম্যান গোলাম রহমান

564
0

ঢাকা: বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ড্যাফোডিল ইউনিভার্সিটির উপ-উপাচার্যা অধ্যাপক ড. গোলাম রহমান। সরকারি এ বার্তা সংস্থাটির প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে এ কথা জানান।

বর্তমানে বাসসের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী। আগামী ৪ সেপ্টেম্বর তার মেয়াদ শেষ হতে যাচ্ছে। ৫ সেপ্টেম্বর থেকে অধ্যাপক গোলাম রহমানের কার্যকাল শুরু হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক গোলাম রহমান সংবাদমাধ্যমকে বলেন, সরকার আমাকে নিয়োগ দিয়েছে। কাজের ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করছি।

Previous articleজাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি শুরু ১ অক্টোবর
Next articleসরকারের মদদে ক্রসফায়ার হচ্ছে: আসাদুজ্জামান রিপন