দিনাজপুর: বীরগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৩০ জন। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী যাত্রীবাহী বাস বীরগঞ্জের প্রেম বাজারের কাছে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মারা যান ২ যাত্রী ও আহত হন ৩০ জন। গুরুতর আহত ১০ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন মারা যান। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আরো ৮ জন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকি ২০ জনকে বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি বলে বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) জয়নাল হোসেন বাংলামেইলকে জানান।