Home Uncategorized বাস খাদে পড়ে নিহত ৪

বাস খাদে পড়ে নিহত ৪

443
0

accident news_44465
দিনাজপুর: বীরগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৩০ জন। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী যাত্রীবাহী বাস বীরগঞ্জের প্রেম বাজারের কাছে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মারা যান ২ যাত্রী ও আহত হন ৩০ জন। গুরুতর আহত ১০ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন মারা যান। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আরো ৮ জন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকি ২০ জনকে বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি বলে বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) জয়নাল হোসেন বাংলামেইলকে জানান।

Previous articleবিএনপি উড়ে আসা দল নয়: মির্জা ফখরুল
Next articleজামায়াত নেতা আজহারের ফাঁসির আদেশ