ঢাকা: হরতালের আগের দিন পুলিশ নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি করে তাদেরকে গ্রেপ্তার করছে বলে অভিযোগ করেছে বিএনপি। রবিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন।
তিনি বলেন, ‘সরকার গণতন্ত্রের সব অধিকার নির্দয়ভাবে দমনের পথ বেছে নিয়েছে। হরতালের আগের দিন মিথ্যা মামলা দায়ের, গ্রেপ্তার ও নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে পুলিশ। হরতাল বানচালে এটা তাদের পুরনো কৌশল।’
রিজভী বলেন, ‘আমরা বলতে চাই- সোমবার সারাদেশে সর্বাত্মক হরতাল হবে। সকাল-সন্ধ্যা হরতালে গাড়ি-ঘোড়া চলবে না। অফিস-আদালত চলবে না। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে এই হরতাল ডাকা হয়েছে।’
তিনি জানান, সর্বশেষ তথ্য অনুযায়ী এ পর্যন্ত রাজধানীর ঢাকার মালিবাগ, বংশাল, খিলগাঁও, আদাবর ও গেন্ডারিয়া, মাদারীপুর, নোয়াখালী, খুলনা মহানগর, পটুয়াখালী, ময়মনসিংহ ও মুন্সিগঞ্জসহ সারাদেশে শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন।
এছাড়া সোমবার চট্টগ্রামের লালদিঘীর ময়দান গাউসুল আজম কনফারেন্স অনুষ্ঠানের কারণে লালদিঘীর ময়দান হরতালের আওতামুক্ত রাখার কথাও জানান বিএনপি মুখপাত্র।
হবিগঞ্জের মেয়র জিএম গাউস গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘গাউস একজন নির্বাচিত মেয়র সম্ভাবনাময় তরুন নেতা। তাকে আন্দোলন থেকে দূরে রাখতে নাটকীয়ভাবে কিবরিয়া হত্যা মামলায় জড়িত করে কারাগারে প্রেরণ করা হয়েছে।’
গাজীপুরে বেগম খালেদা জিয়াকে সমাবেশ করতে না দেয়া ও বিক্ষোভ সমাবেশে বাধা দেয়ার প্রতিবাদ এবং গয়েশ্বর চন্দ্র রায়সহ জোটের সকল রাজবন্দির মুক্তির দাবিতে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ২০ দলীয় জোট।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের কেন্দ্রীয় নেতা শামীমুর রহমান, আসাদুল করীম শাহিন, বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।