ঢাকা: রাজধানীর বায়তুল মোকাররমের সামনে নিউ ভিশন পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বত্তরা। রোববার দুপুর পৌনে দুইটার দিকে স্বর্ণ মার্কেটের ও আজাদ ফুড প্রোডাক্টস নামের একটি দোকানের মাঝামাঝি অবস্থানে বাসটিতে আগুন দেয়া হয়।
পল্টন মডেল থানার এএসআই মতিউর রহমান শীর্ষ নিউজকে জানান, বাসে আগুন দেয়ার সময় অনেক লোকজন ছিল, কিন্তু ঘটনাস্থলে যাওয়ার পর কাউকে দেখতে পাইনি। তাই কে বা করা আগুন দিয়েছে তা বলতে পারছিনা।
ফায়ার সার্ভিস সদর দফতরের অপারেটর জীবন মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন।