ঢাকা: বিএনপিকে নিশ্চিহ্ন করে এদেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার জন্য ক্ষমতাসীনরা চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ অভিযোগ করেন।
ময়মনসিংহ জেলাধীন ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু এবং তার স্ত্রী ও দুই শিশু কন্যাকে পৈশাচিকভাবে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করার তীব্র নিন্দা জানিয়ে এই সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।
সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে মির্জা ফখরুল বলেন, হত্যা, গুম ও নির্যাতন চালিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করার স্বপ্ন কোনদিনই পূরণ হবে না।
মির্জা আলমগীর অবিলম্বে রফিকুল ইসলাম বাচ্চু ও স্ত্রী, দুই শিশু কন্যার হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।