Home ঢাকা বিএনপির আন্দোলন করার মতো কোন ইস্যু নেই: নাসিম

বিএনপির আন্দোলন করার মতো কোন ইস্যু নেই: নাসিম

575
0

বিএনপি জনবিচ্ছিন্ন বলেই আন্দোলন করার মতো কোন ইস্যু তাদের নেই। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। জাতীয় প্রেসক্লাবে শুক্রবার (১৫ মার্চ) সকালে এক আলোচনা সভায়, স্বাধীনতা বিরোধীদের এদেশে কোনভাবেই রাজনীতি করতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিএনপি যতই আন্দোলন করুক কোন লাভ হবে না, দেশের মানুষ আন্দোলনে বিশ্বাস করে না, হরতাল অবরোধও বিশ্বাস করে না। তারা শান্তি চায়, উন্নয়ন চায়, উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে চায়। স্বাধীনতা বিরোধিতের ক্ষমতায় চায় না।

তিনি আরো বলেন, নিউজিল্যান্ডের মত দেশে মসজিদে সন্ত্রাসী হামলা হয়েছে, যেখানে বাংলাদেশের ক্রিকেটাররা হতে পারতো, আল্লাহর রহমত তারা বেচে আসছে। হামলার তীব্র নিন্দা জানাই আমি।

Previous articleগ্যাসের দাম এক টাকাও বাড়ানো চলবে না: সৈয়দ রেজাউল করিম
Next articleকক্সবাজারের দুই পক্ষের গোলাগুলিতে দুই ভাই নিহত