Home রাজনীতি বিএনপি’র কৃতজ্ঞতা প্রকাশ

বিএনপি’র কৃতজ্ঞতা প্রকাশ

442
0

bnp-logo-up8

ঢাকা: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর জানাজায় শরিক হওয়ার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে দলটি। গতরাতে এক বিবৃতিতে বিএনপি’র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ এ কৃতজ্ঞতা জানিয়েছেন।
বিবৃতিতে বলেছেন, কোকোর অকাল মৃত্যুতে ইতোপূর্বে বিএনপি ঘোষিত দেশব্যাপী তিন দিনের শোক কর্মসূচি অত্যন্ত আন্তরিকতার সহিত পালনের জন্য বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসীকে দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়েছে। এছাড়া আজ বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আরাফাত রহমান কোকো’র নামাজে জানাযায় লক্ষ লক্ষ শুভানুধ্যায়ীর সমাগমসহ সর্বসাধারণের যে ঢল নেমেছে তার জন্য ঢাকাবাসী এবং ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিএনপি।

Previous articleবিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে পারে ৩ ছাত্র: উদ্বেগ পরিবারের
Next articleবৃহস্পতিবার সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল