Home জাতীয় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল গ্রেপ্তার

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল গ্রেপ্তার

494
0

Fokrul 02
ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার পর বিকাল ৪টা ১৫ মিনিটের দিকে তাকে আটক করা হয়। পরে তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এরআগে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়া ঘোষিত সংগ্রামে শামিল হওয়ার জন্য দেশবাসির প্রতি আহবান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণেই তিনি রাতে প্রেসক্লাবে ছিলেন। বিএনপিপন্থী পেশাজীবীদের সভায় যোগ দিতে সোমবার দুপুরে ফখরুল ইসলাম আলমগীর প্রেসক্লাবে যান। সেখানে তিনি বক্তব্য রাখেন। তার প্রেসক্লাবে উপস্থিতিকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। প্রজন্ম লীগের কর্মীরা প্রেসক্লাবে হামলা চালায়।
মঙ্গলবার সকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ফখরুল ইসলাম আলমগীরকে ‘মোস্ট ওয়ান্টেড’ হিসেবে আখ্যায়িত করে তাকে পুলিশের হাতে তুলে দিতে সাংবাদিকদের প্রতি আহবান জানান। এরকিছুক্ষন পরই আওয়ামী লীগ পন্থী সাংবাদিকরা মিছিলসহ প্রেসক্লাব ভবনে প্রবেশ করে। তারা প্রেসক্লাব বহিরাগত মুক্ত করার আল্টিমেটাম দেয়।

Previous articleজনমনে চরম আতঙ্ক-অনিশ্চয়তা নেমে আসছে: এরশাদ
Next articleফখরুল ও ইটিভির চেয়ারম্যানকে গ্রেফতারে জামায়াতের নিন্দা