Home জাতীয় বিএনপি ঘাতকদের নির্ভরযোগ্য ঠিকানা: কাদের

বিএনপি ঘাতকদের নির্ভরযোগ্য ঠিকানা: কাদের

292
0

ঢাকা : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ১৫ অগাস্ট হত্যাকাণ্ডের মাধ্যমে প্রমাণিত হয়েছে, বিএনপি ঘাতকদের নির্ভরযোগ্য ঠিকানা।
রোববার বিকেলে নগর ভবন প্রাঙ্গণে ‘জাতীয় শোক দিবস-২০২১’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
সেতুমন্ত্রী বলেন, আগস্ট আসলেই বিএনপি নামক একটি দল অন্তর্দহণে দগ্ধ হয়। ১৫ অগাস্টের ঘটনা, খুনিদের পুনর্বাসন ও মোস্তাকের ইনডেমনিটি অধ্যাদেশ সংবিধানে যুক্ত করার ঘটনা, বিএনপি শত চেষ্টা করেও এই নির্মম সত্য ঢাকতে পারবে না। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, ১৫ অগাস্ট হত্যাকাণ্ডের ঘাতকদের নির্ভরযোগ্য ঠিকানা বিএনপি।

Previous articleস্টুডেন্ট ওয়েলফেয়ার ট্রাস্ট সাচায়ান ও নন্দীর গাঁওয়ের বৃক্ষরোপণ
Next articleশিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি রয়েছে: শিক্ষামন্ত্রী