ঢাকা: ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন খুনি, বোমা হামলাকারী, শিশু ও নারী হত্যাকারী বিএনপি-জামায়াত জোটের সঙ্গে কখনোই সংলাপ হবেনা।
রোববার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নাসিম বলেন, নাশকতা, সহিংসতা বিএনপি-জামায়াতের চারিত্রিক বৈশিষ্ট্য। তারা ২০১৩ সালেও এমন সহিংসতা-নাশকতা করেছিলো। তারাই যতই এরমক কর্মকাণ্ড করুক না কেনো তাদের শেষ রক্ষা হবেনা।
এই সহিংসতার প্রতিবাদে আগামী ২০ ফেব্রুয়ারি বিকেল ৪টায় ঢাকাসহ সারাদেশে ১৪ দলের গণমিছিল করার ঘোষণা দেন তিনি।