Home জাতীয় বিএনপি-জামায়াত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত: হানিফ

বিএনপি-জামায়াত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত: হানিফ

437
0

Hanif 01
ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিদেশী প্রভুদের দ্বারে দ্বারে ঘুরেও সফল না হয়ে বিএনপি জামায়াত এখন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। তাদের এই ষড়যন্ত্র নতুন নয়, এই ষড়যন্ত্র অতীতেও ছিল। ইতিপূর্বে জননেত্রী শেখ হাসিনাকে বার বার হত্যার চেষ্টা করা হয়েছে, এখনও তারা হত্যার ষড়যন্ত্রে লিপ্ত আছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে দেখা করতে পারেন কিন্তু সরকারি চাকরি করা অবস্থায় তা তারা পারেন না। যদি কেউ দেখা করে থাকেন তাহলে সরকারি চাকুরির বিধান লঙ্ঘন করেছেন। আর যারা বিধান লঙ্ঘন করেছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা অবশ্যই সরকার নেবে। আজ শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আর এ ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমান হল বিএনপি-জামায়াত তারা এ দেশের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ষড়যন্ত্র করে এই সরকারকে পরাজিত করা যাবে না। দেশের ৭৫% মানুষ জননেত্রী শেখ হাসিনার সকারের প্রতি সমর্থন ও আস্থা রয়েছে। এ সময় উপস্তিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম প্রমুখ।

Previous articleদেশবিরোধী অপশক্তিগুলো গণতন্ত্রকে বিপর্যস্ত করতে চাচ্ছে: ফখরুল
Next articleআমরা বন্ধ শিল্প কারখানা খুলে দিচ্ছি: শিল্পমন্ত্রী