Home রাজনীতি বিএনপি নেতা খোকনকে কারাগারে প্রেরণ

বিএনপি নেতা খোকনকে কারাগারে প্রেরণ

446
0

ঢাকা : বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৪ মে) ঢাকা মহানগর হাকিম গোলাম নবী এ আদেশ দিয়েছেন।
রাজধানীর পল্টন থানায় দায়ের করা ১০ মামলায় আত্মসমর্পণ করে বৃহস্পতিবার আইনজীবী সানাউল্লাহ মিয়ার মাধ্যমে জামিন আবেদন করেন খায়রুল কবির খোকন। শুনানি শেষে আদালত পাঁচ মামলায় খোকনের জামিন মঞ্জুর করেন এবং অপর পাঁচ মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০১৫ সালের শুরুর দিকে হরতাল-অবরোধ চলাকালে পল্টন থানায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়।

Previous articleএসএসসি ও সমমানের পরীক্ষায় ৮০.৩৫% উত্তীর্ণ
Next articleবিএনপি ক্ষমতায় গেলে সব চুক্তি বাতিল হবে: খন্দকার মোশাররফ