Home জাতীয় বিএনপি নেতা রিজভি আটক

বিএনপি নেতা রিজভি আটক

447
0

Rijbi 03
ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ। শনিবার দিবাগত রাত ১২টার দিকে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে পুলিশ প্রহরায় আপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালাও দিয়েছে পুলিশ। এর আগে রিজভীর অসুস্থতার কথা জানিয়েছিলেন পল্টন কার্যালয়ের অফিস কর্মকর্তা রেজাউল করিম।
তিনি জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ করে বমি, পেটে ব্যথা শুরু হয় এবং পেটের পীড়া দেখা দেয়।
কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা রেজাউল করিম রিজভীর অসুস্থতা ও তাকে ডিবি পুলিশ আটক করার খবর নিশ্চিত করে বাংলামেইলকে বলেন, রিজভী হঠাৎ করে রাত সাড়ে ৯টায় অসুস্থ হয়ে পড়েন। তার চিকিৎসা চলছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। তবে তাকে আটক করা হয়েছে কি না ডিবির পক্ষ থেকে তা নিশ্চিত করে জানা যায়নি।

Previous articleপ্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছি: প্রধানমন্ত্রী
Next articleঢাকামুখী বাস চলাচল বন্ধ