Home রাজনীতি বিএনপি ভোট কারচুপি ও জালিয়াতিতে বিশ্বাস করে: হানিফ

বিএনপি ভোট কারচুপি ও জালিয়াতিতে বিশ্বাস করে: হানিফ

646
0
Hanif

কুষ্টিয়া প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের এমপি মাহবুব উল আলম হানিফ বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে নির্বাচন চায় না বিএনপি। কারণ, তারা ভোট কারচুপি ও জালিয়াতিতে বিশ্বাস করে। আর ভোট কারচুপি করতে পারবে না বলেই তারা এই পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছে।

মঙ্গলবার সকালে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে ‘ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন চায় না বিএনপি’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থেই আইন অনুযায়ী গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি চালায়েছে পুলিশ। ২০১৫ সালের ৫ জানুয়ারির পর থেকে বিএনপির গুলশান কার্যালয় থেকে জ্বালাও পোড়ার ডাক দিয়ে বাস পুড়িয়ে এবং মানুষ পুড়িয়ে হত্যা করেছে। তাই বিএনপি জোরগলায় কোনো কিছু বলার অধিকার রাখে না।

এসময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Previous articleরাজাকারদের পায়ে ধরে নির্বাচনে আনার কৌশলে আমি নেই: তথ্যমন্ত্রী
Next articleউচ্চ আদালতও নিজেদের কব্জায় নিতে চায় সরকার: প্রধান বিচারপতি