নওগাঁ: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে নওগাঁর সাপাহার কলমুডাঙ্গা সীমান্তে কাবির (২৭) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তের ২৩৮ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত কাবির সাপাহার উপজেলার বলিহার গ্রামের সাইফুলের ছেলে। গত বুধবার রাতে অবৈধভাবে ভারত থেকে গুরু আনার উদ্দেশে কাবির ও তার সঙ্গী (নাম পরিচয় পাওয়া যায়নি) ভারতে প্রবেশ করে। এ সময় বিএসএফ তাদের ধাওয়া করলে কাবিরের সঙ্গী আহত অবস্থায় পালিয়ে আসলেও কাবির তাদের হাতে আটক হয়। দুই দিন পর শুক্রবার সকালে কাবিরের লাশ ২৩৮ নং পিলারের কাছে জিরো লাইনে পড়ে থাকতে দেখে এলাকাবাসী।
তবে ১৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দাবি পানিতে ডুবে মৃত্যু হয়েছে কাবীরের। আর লাশ উদ্ধারে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে বলেও জানান বিজিবি। এ নিয়ে গত দুই মাসে নওগাঁ সীমান্তে বিএসএফের হাতে নিহত হয়েছে ৫ বাংলাদেশি।