ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের দেশব্যাপী টানা অবরোধের পাশাপাশি শনিবারের বিক্ষোভ কর্মসূচির মধ্যেই এসএসসি ও সমমানের চতুর্থ পরীক্ষা চলছে। দেশব্যাপী এসএসসির ইংরেজি দ্বিতীয় পত্র, দাখিলের আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়-২, সামাজিক বিজ্ঞান-২ পরীক্ষা শনিবার সকাল ১০টায় শুরু হয়। বেলা ১টা পর্যন্ত পরীক্ষা চলবে।
পরীক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে প্রতিটি পরীক্ষা কেন্দ্র এলাকায় অতিরিক্ত আইনশৃংখলা বাহিনী মোতায়েন রয়েছে।
এর আগে ১০ ফেব্রুয়ারি পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ২০ দলীয় জোটের হরতাল কর্মসূচির কারণে তা পিছিয়ে দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।
হরতালের কারণে এ নিয়ে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের চারটি পরীক্ষাই পরিবর্তিত সময়ে অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া ১২ ফেব্রুয়ারির পরীক্ষাও একই কারণে স্থগিত করা হয়েছে।