Home জাতীয় বিচারপতিদের আবাসিক ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

বিচারপতিদের আবাসিক ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

478
0
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপ্রিম কোর্টের বিচারপতিদের জন্য নবনির্মিত আবাসিক ভবন আজ শনিবার উদ্বোধন করেছেন। রাজধানীর কাকরাইল এলাকায় ২০তলা ভবনটি ১ দশমিক ৫ একর জমিতে নির্মাণ করা হয়েছে। এতে ৭৬টি ফ্লাট রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের মে মাসে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে একশত চুয়াত্তর কোটি টাকা।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব এম শহিদউল্লাহ খন্দকার। -বাসস
Previous articleফেসবুকে চলবে না আর ভুয়া অ্যাকাউন্ট !
Next article‘রক্তের গ্রুপ জেনে রাখা প্রতিটি মানুষের দায়িত্ব’