Home বিভাগীয় সংবাদ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করুন: ব্যারিস্টার মওদুদ

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করুন: ব্যারিস্টার মওদুদ

944
0

Bst. Moudud 02
ঢাকা: ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। ডিবি পুলিশের ক্রসফায়ারে নিহত খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনির তিলপাপাড়ার বাসায় তার মরদেহ দেখতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ক্রসফায়ারের নামে এভাবে মানুষকে নির্বিচারে হত্যা, গুম, খুন ও মিথ্যা মামলা দিয়ে গণতন্ত্র বন্ধ করা যাবে না। এ সময় সরকারের প্রতি সংলাপের আহ্বান জানিয়ে তিনি বলেন, অবিলম্বে জনগণের দাবি ফিরিয়ে দেয়ার জন্য সুষ্ঠু সংলাপের আয়োজন করুন। চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে সরকারকেই সংলাপের উদ্যোগ নিতে হবে। একটি অর্থবহ সংলাপের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এর আগে বিকালে ব্যারিস্টার মওদুদ আহমদ নিহত জনির বাসায় যান। সেখানে তার স্ত্রী, পিতা-মাতাসহ স্বজনদের সমবেদনা জানান। এছাড়াও জনির বাসায় যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর আহ্বায়ক মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, বিএনপির নেতাকর্মীসহ প্রতিবেশীরা।

Previous articleজয়বাংলা স্লোগান দিয়ে বাসে আগুন, ককটেল হামলা
Next articleদিরাইয়ে প্রতিপক্ষের হামলায় ১ ব্যাক্তি নিহত