Home জাতীয় বিদ্যমান ব্যবস্থায় সুষ্ঠু নির্বাচন অসম্ভব: বাম মোর্চা

বিদ্যমান ব্যবস্থায় সুষ্ঠু নির্বাচন অসম্ভব: বাম মোর্চা

412
0

Zunayed Saki
নিউজ ডেস্ক: গণতান্ত্রিক বাম মোর্চা নেতারা বলেছেন, বিদ্যমান ব্যবস্থায় দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দেশে অবিলম্বে একটি গণতান্ত্রিক নির্বাচন হওয়া উচিত। কিন্তু সরকার গায়ের জোরে ক্ষমতায় থাকতে চায়। শনিবার তোপখানা রোডের বাম মোর্চার কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা এ কথা বলেন।
নেতারা বলেন, দেশের মানুষ এখন এমন নির্বাচন চায়, যে নির্বাচনী ব্যবস্থায় নির্বাচন কমিশন হবে ব্যাপক ক্ষমতাসম্পন্ন। নির্বাচনকালে নির্বাচনী কাজে প্রভাব ফেলতে পারে এমন সব কিছুর ব্যাপারে তাদের নির্দেশই চূড়ান্ত বলে গণ্য হবে। কেবল এ পথেই বাংলাদেশে স্বৈরতান্ত্রিক ক্ষমতার অবসান হয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি রচিত হতে পারে।
নেতারা জানান, এসব দাবিতে ৫ জানুয়ারি প্রেস ক্লাবের সামনে তারা সমাবেশ করবেন। সংবাদ সম্মেলনে মোর্চার সমন্বয়ক জোনায়েদ সাকি, সাইফুল হক, মোশারেফা মিশু ও সুভ্রাংশ চক্রবর্তী উপস্থিত ছিলেন।

Previous articleআইসিসির সদস্য লাভে ফিলিস্তিনের আবেদন
Next article৫ জানুয়ারির সমাবেশের প্রস্তুতি: মোবাইলে নিজেই মনিটরিং করছেন খালেদা