বিধি ভেঙে বায়তুল মোকাররমে ভোট চাইলেন খোকন

0
496

SAYED KHUKON
ঢাকা: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ভোট চেয়েছেন ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন। তিনি শুক্রবার জুমার নামাজের পর মোনাজাতের পূর্বে মসজিদের মুসল্লিদের কাছে এই ভোট ও দোয়া চেয়েছেন।
তিনি বলেন, ‘বায়তুল মোকাররম মসজিদের সঙ্গে তার পারিবারিক সম্পর্ক রয়েছে। এই মসজিদে তার বাবার জানাজা হয়েছে। দাদা মাজেদ সরকারও মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।’
সাঈদ খোকন নির্বাচিত হলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জন্য যা যা দরকার, সবই করবেন বলে প্রতিশ্রুতি দেন এবং ইলিশ মাছ প্রতীকে ভোট দিতে মুসল্লিদের প্রতি আহ্বান জানান।
এরপর নামাজ শেষে মসজিদের পেশ ইমাম মিজানুর রহমানও মোনাজাতে সাঈদ খোকনের জয়ের জন্য দোয়া চান।
নির্বাচন কমিশনের জারিকৃত সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের আচরণ বিধিমালার পরিপত্র-৩ এর ১৪ নং বলা হয়েছে, ধর্মীয় উপাসনালয়ে প্রচারণা সংক্রান্ত বাধা-নিষেধ: কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যাক্তি মসজিদ, মন্দির, গির্জা বা অন্য কোনো ধর্মীয় উপাসনালয়ে কোনো প্রকার নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না।