Home বিশেষ সংবাদ বিনা টিকেটে রেলভ্রমণ: ৭২৯ জন যাত্রীকে জরিমানা

বিনা টিকেটে রেলভ্রমণ: ৭২৯ জন যাত্রীকে জরিমানা

463
0
বিনা টিকেটে ভ্রমণের দায়ে পশ্চিম রেলের পাকশী বিভাগে আবারো ৭২৯ যাত্রীর নিকট হতে জরিমানা আদায় করেছে রেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত ঈশ্বরদী-ঢাকা রুটের আন্তঃনগর ৩টি ৭২৯ যাত্রীদের কাছ থেকে জরিমানাসহ ভাড়া আদায় করা হয়।
রেল কর্তৃপক্ষ জানান, পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের আওতায় ঈশ্বরদী জংশন স্টেশন, ঈশ্বরদী বাইপাস, চাটমোহর ,বড়ালব্রিজ, উল্লাপাড়া, জামতৈল, সিরাজগঞ্জ বাজার বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়, বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়, টাঙ্গাইল, মির্জাপুর, জয়দেবপুর স্টেশন পর্যন্ত অভিযান চালানো হয়। একইভাবে ফেরার পথে আবার ওই স্টেশনগুলোতে চেকিং করা হয়। এ সময় বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৭২৯ যাত্রীর কাছ হতে ১লাখ ৮৫ হাজার ৯৮৫ টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা  (ডিসিও) আনোয়ার হোসেন বলেন, পাকশী বিভাগীয় রেলওয়ের আওতাধীন ১২টি স্টেশনের ওপর দিয়ে চলাচলরত রাজশাহী হতে ছেড়ে ঈশ্বরদী বাইপাস স্টেশন হয়ে ‘সিল্কসিটি এক্সপ্রেস’, খুলনা হতে ঈশ্বরদী জংশন স্টেশন হয়ে ঢাকাগামী ‘চিত্রা এক্সপ্রেস’, ঢাকা হতে ছেড়ে আসা দিনাজপুর গামী ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেনে টিকেট চেকিং অভিযান পরিচালিত হয়।
তিনি আরো বলেন, অভিযানে ট্রাফিক ইন্সপেক্টর সাজেদুল ইসলাম বাবু, জুনিয়র ট্রাফিক ইন্সপেক্টর, শাহিনুল ইসলাম, ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক আব্দুল হালিম, ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক আব্দুল আলিম বিশ্বাস মিঠু, বরকত উল্লাহ আল-আমিন, মেহেদী হাসান, ইয়াসির আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে গত গত ২৬শে জুলাই সকাল ৮টা হতে রাত পর্যন্ত পাকশী বিভাগের অধীনে তিনটি ট্রেনে টিকেট চেকিং অভিযান চালিয়ে ভাড়া ও জরিমানা বাবদ ১ লাখ ২৩ হাজার ৬০ টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়।
Previous articleকিশোর শিক্ষার্থীদের ওপর হামলা আদিম পশুপ্রবৃত্তি : বিএনপি
Next articleজগন্নাথপুরে সংরক্ষনের জায়গার অভাবে সরকারী ধান সংগ্রহ বন্ধ