Home আইন বিবৃতি বা সহিংস কর্মসূচি দিয়ে রায় পরিবর্তন করা যায় না: ট্রাইব্যুনাল

বিবৃতি বা সহিংস কর্মসূচি দিয়ে রায় পরিবর্তন করা যায় না: ট্রাইব্যুনাল

508
0

Tribunal 01
ঢাকা: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মামলার রায় প্রদান শুরু হয়েছে। ১৫৮ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্ত অংশ পাঠ শুরু করেছেন ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি আনোয়ারুল হক।  রায় প্রদানের শুরুতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম বক্তব্য রাখেন।
তিনি বলেন, ফৌজদারি মামলায় সকল পক্ষকে খুশি করার সুযোগ নেই। উপস্থাপিত সাক্ষী, আইন ও ঘটনর বিচার বিশ্লেষণ করার পর আমরা রায় প্রদান করি।
আমরা আশা করবো রায়ে যে পক্ষ অসন্তুষ্ট হবেন, তারা উচ্চ আপদালতে যাবেন। রায় পছন্দ না হলে সহিংস কর্মসূচি কাম্য নয়। এছাড়া এমন কোনো কর্মসূচি দেয়া উচিত নয়, যা বিচারকদের ওপর চাপ সৃষ্টি করে।
তিনি বলেন, বাইরের কিছু মিডিয়া এমনভাবে রায় উপস্থাপন করে যে, ধর্মীয় নেতাদের বিরুদ্ধে রায় দেয়া হচ্ছে। আসলে আমরা ৭১ সালের ঘটনার বিষয়ে বিচার করছি।
তিনি আরো বলেন, বিবৃতি বা সহিংস কর্মসূচি দিয়ে রায় পরিবর্তন করা যায় না। এজন্য আইনগতভাবেই অগ্রসর হতে হবে।

Previous articleপিএসসিতে ৯৭.৯২% ও জেএসসিতে ৯০.৪১% পাস
Next articleবিএনপি উড়ে আসা দল নয়: মির্জা ফখরুল