ঢাকা: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর আইনজীবী মিজানুল ইসলাম বলেন, এটা ট্রাইব্যুনালের দেয়া প্রথম বিভক্ত রায়। এ রায়ে ন্যায় প্রতিষ্ঠা হয়নি। আইনগতভাবে এ রায়ে ন্যায় বিচার হয়নি। মীর কাসেম আলীর রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
মিজানুল ইসলাম বলেন, ১৯৭১ সালের নভেম্বর মাসে মীর কাসেম আলী চট্টগ্রামে ছিলেন না। এটা রাষ্ট্রপক্ষের ডকুমেন্ট থেকেই প্রমাণিত। ঘটনার সময় নভেম্বর-ডিসেম্বর মাসে তিনি ঢাকাতেই ছিলেন। এ মামলায়র ঘটনাস্থল চট্টগ্রামের ডালিম হোটেলের মালিক ১৯৭২ সালে একটি মামলা দায়ের করেছিলেন। মামলায় মতিউর রহমার ওরফে মইত্যা গুণ্ডা ওই হোটেল দখল করে বিভিন্ন অপরাধ ও অসামাজিক কাজ করেছিল বলে ওই মামলায় বলা হয়েছিল। সেখানে মীর কাসেম আলীর নাম ছিল না। এটি ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে।
তিনি বলেন, মীর কাসেম আলী বলেছেন তার বিরুদ্ধে মিথ্যা ঘটনা, মিথ্যা সাক্ষী দিয়ে কালো আইনে সাজা দেয়া হয়েছে। এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।